দিন দিন কৃষিকাজে আগ্রহ বাড়ছে শিক্ষিত যুবকদের। আধুনিক চাষ পদ্ধতি ফিরিয়ে এনেছে কৃষকের হাসি। একজন তরুন কৃষক আসলামপুর ৫নং ওয়ার্ডের মোঃ তামজীদ(১৮)। পড়ালেখার পাশাপাশি ভাই ও বাবার সাথে কৃষিকাজ করেন। ব্যবহার কছেন আধুনিক সকল পদ্ধতি।
মোঃ তামজীদ বলেন, চলতি মৌসুমে ভুট্টার পাশাপাশি বাদাম ও মরিচ চাষ করেছেন। কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষি অফিস থেকে বীজ ও প্রয়োজনীয় সার-ঔষধ নিয়ে এই প্রথম ৫০ শতাংশ জমিতে ভুট্টা চাষ শুরু করেছেন। প্রায় দেড় মাস হয়েছে ভুট্টার বীজ বপণ করেছেন। মুঠো হাত দূরত্ব রেখে সারিবদ্ধভাবে বপণ করেছেন এই বীজ। ভুট্টার আশানুরূপ ফলন পেতে জমিতে নিয়ম অনুযায়ী সেচ দেন।
তিনি আরও বলেন, ভুট্টার ফুল ফোটা ও দানা বাঁধার সময় কোন ক্রমে জমিতে যাতে জলবদ্ধতা সৃষ্টি না হয় সে জন্য সেচ নিষ্কাশন ব্যবস্থাও রেখেছি। জমি প্রস্তুত, বীজ, সার ও ঔষধ ক্রয় করতে প্রায় ৫-৭ হাজার টাকা খরচ হয়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে সে অনুযায়ী ফসলের পরিচর্যা করেন।
রেডিও মেঘনার সাপ্তহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। শুনুন, ৯৯.০এফএম এ বুধবার বিকাল ০৫:০০ টায়।
Recent Comments