চরফ্যাসনের উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও গৃহপালিত প্রাণীর নিরাপদ বাসস্তান হিসেবে মাচা পদ্ধতিতে ছাগল পালন দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে সাংসারিক কাজে পাশাপাশি গ্রামীন নারীরা অনেকেই ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছে।
জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত মোকাবেলায় কোস্ট সিজেআরএফ প্রকল্পের অর্থায়নে বিকল্প কর্মসংস্থানে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে ছাগলের মাচা পদ্ধতিতে বাসস্তান তৈরীর কর্মসূচীর বাস্তবায়ন করছে।
চরফ্যাসন চর মাদ্রাজ এলাকার বাসিন্দা সুফলভোগী লিজা ও আমেনা বেগম বলেন, আগে খোলা স্থানে ছাগল পালন করে খুব অসুবিধা হতো। এতে বেশি ছাগল পালন করাও সম্ভব ছিলোনা কিন্তু সিজেআরএফ প্রকল্পের সহযোগীতায় ছাগল পালনের জন্য মাচা বা ঘর পেয়ে খুব উপকার হয়েছে। এর ফলে সামনে বেশি পরিমানে ছাগল পালন করে আর্থিকভাবে স্বাবলম্ভী হতে পারবে বলে জানান তারা। এ ছাড়া মাচা পদ্ধতিতে ছাগল পালন করলে শীতকালে ঠান্ডা কম লাগে। এতে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে ও উৎপাদন বৃদ্ধি পায় বলে বেশ লাভবান সম্ভব।
এবিষয়ে কোস্ট সিসি-আরপি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান বলেন, উপকূলে বসবাসরত পরিবার বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের শিকার হয়। এতে গৃহপালিত প্রাণী বেশি ক্ষতি গ্রস্থ হয়। এছাড়া উন্মুক্ত জায়গা বা মাঠ না থাকলেও মাচা পদ্ধতিতে ছাগল পালন করে লাভবান হওয়া যায় খুব সহজ বলেই দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বালম্ভী করতে চর মাদ্রাজ এলাকায় বাসস্থান তৈরী করে দেওয়া হয়েছে। মাচা পদ্ধতিতে ছাগল পালনে অনেক সুবিধা রয়েছে বলে জানান তিনি।