‘রেডিও মেঘনা সবার আগে উপকূলীয় মানুষের পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলের কণ্ঠস্বর রেডিও মেঘনা ৯৯.০ এফএম এর ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চরফ্যাসন কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে চরফ্যাসন উপজেলা পরিষদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১০ টায় চরফ্যাসন উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রেডিও মেঘনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, রেডিও মেঘনা এই জনপদে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের একটা মৌসুম থাকে। এই প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাধারন মানুষের কাছে খবর পৌঁছে দিতে পারে রেডিও মেঘনা। চরফ্যাসন উপজেলায় সাধারন মানুষের জন্য যে তথ্যটা জানানোর প্রয়োজন রেডিও মেঘনা সবার আগে সেই তথ্য পৌঁছে দেয়।
এছাড়াও উপকূলীয় এলাকা চরফ্যাসনের মানুষের মাঝে রেডিও মেঘনা শিক্ষা, স্বাস্থ্য, জেলে, কৃষক, কিশোর-কিশোরী, বাল্য বিয়ে, বিশেষ করে দুর্যোগ ও করোনাকালীন যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সাফল্যের এই অগ্রযাত্রায় চরফ্যাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেডিও মেঘনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং রেডিও মেঘনার সকলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, চরফ্যাসন উপকূলীয় কমিউনিটি রেডিও মেঘনা ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম যাত্রা শুরু করে। আজ ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারী ১০ম বছর পেরিয়ে ১১তম বছরের পর্দাপণ করে।
Recent Comments