অধিক লাভের আশায় দিন গুনছেন মুগডাল চাষিরাউপকূলীয় এলাকা ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় মাঠ জুড়ে এখন মুগ ডাল চাষে ব্যস্ত কৃষকরা। বিগত বছরে সফলতার ধারাবাহিকতায় এবারও চরফ্যাসনের চাষিরা মুগ ডাল চাষে ঝুঁকে পড়েছেন ব্যাপক আগ্রহ নিয়ে। বেশ কয়েক বছর ধরেই কম খরচে চাষাবাদ হওয়ায় এবং অধিক দাম পাওয়ায় কৃষকরা মুগ ডাল চাষ করে আসছে। চেয়ারম্যান বাজার এলাকার কৃষক মো: ফরিদসহ অনেকে বলেন, কয়েক বছর ধরেই মুগ ডাল চাষ করে আসছেন তিনি। কৃষক দুলাল মিয়া বলেন, মাঠে চাষের পাশাপাশি বাড়ির পরিত্যাক্ত জমিতে মুগডাল চাষ করছেন। একসময় তারা দেশি মুগ চাষ করতেন যার ফলে বাজারে ভালো দাম পেতেন না ফসলও কম হতো। বর্তমানে বারি মুগ-৬ চাষ করার ফলে অধিক ফলন হচ্ছে এবং দামও ভালো পাচ্ছেন। প্রতি একরে পাঁচমণ করে ডাল উৎপাদন হয়ে থাকে। ১২০ টাকা কেজি করে বিক্রি করেন মুগডাল। বিভিন্ন জায়গা থেকে মুগ ডালের অর্ডার আসলে তিনি ১০/১৫ টন মুগ সব জায়গায় সরবরাহ করে থাকেন। এতে করে বেশ লাভবানে আছেন বলে জানান কয়েকজন মুগডাল চাষিরা। এদিকে ভোলা জেলার কৃষি কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরাসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক হারে মুগডালের আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো হয়। একসময় বাজার জাত করণে কষ্ট হলেও এখন কৃষকদের বাড়ি,মাঠ থেকে মুগডাল সংগ্রহ করা হয়। এবং জাপানসহ বিভিন্ন জায়গায় মুগডাল রপ্তানি করা হয়। লাভবান হওয়ায় মুগডাল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।চরফ্যাশন উপজেলা ঘুরে সালমা আফরিনরেডিও মেঘনা, চরফ্যসান।
Recent Comments