শীত মানেই যেন মৌসুমি নানান ধরণের সবজির আমেজ। শীত আসলেই লাউ, কুমড়া, সিম, টমেটো, বরবটি, শশা, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন, জিন্নাগর ৯নং ওয়ার্ডের কৃষক মোঃ আব্দুর রহিম (৩৫)।
ছোটবেলা থেকেই নিজের পেশা হিসেবে কৃষিকে বেছে নিয়েছেন তিনি। এসব সবজির মাঝে কুমড়া চাষে সীমিত খরচে অধীক লাভবান হয় বলে জানান। তাই এ বছরও এক একর জমিতে কুমড়ার চাষ করেন। বীজ বপন থেকে শুরু করে এখন পর্যন্ত তার প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছে। অপরদিকে কুমড়া ৫০ হাজার টাকার বিক্রি করায় লাভ হয়েছে ৪০ হাজার টাকা। অন্যান্য ফসল এখন মাঝামাঝি অবস্থায় এবং ফলনও খুব ভালো। বাজার দর আর আবহাওয়া ঠিক থাকলে বেশ ভালো লাভ হবে মনে করেন তিনি। এই পেশার উপর নির্ভর করে চলে আব্দুর রহিমের পুরো পরিবার।
কৃষি ভিত্তিক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। অনুষ্ঠানটি শুনুন প্রতি বুধবার বিকেল ৫:৪০ মিনিটে।
উপস্থাপনায়: ফারিহা ইসলাম
প্রযোজনায়: তাসপিয়া