মরিচ আমাদের দেশের একটি জনপ্রিয় মসলা জাতীয় ফসল। তরকারিকে সুস্বাদু করতে মরিচ ব্যবহার হয়ে থাকে। এছাড়া ঝাল হিসেবে নানান খাবারে এর ব্যবহার হয়। এর বাজারমূল্যও ভাল। তাই প্রতি বছর এই মরিচের চাষ করেন, চর আবজাল এর কৃষক মোঃ ছালাউদ্দিন মাঝি (৫৯)। তিনি জানান, প্রতি বছরই রবি মৌসুমে মরিচ এবং বিভিন্ন ধরনের ডাল চাষ করেন। এ বছর ১১২ শতাংশ জমিতে মরিচের চাষ করেন। জমিতে তিনটি চাষ দিয়ে সার প্রয়োগ করে মই দিয়েছেন। এর পর বীজ তলা থেকে চারা এনে জমিতে রোপণ করেন। জানুয়ারি মাসে তিনি মরিচের চারা গাছ রোপণ করেন। মাত্রই মরিচ ধরা শুরু হয়েছে। কিছুদিন পরেই তুলতে পারবেন। ছালাউদ্দিন মাঝি আরও জানান, প্রতি বছর নিজেদের খাবারের জন্য রেখেও অনেক টাকার মরিচ বিক্রি করতে পারেন। এবছরও আশানুরুপ লাভ হবে, এটা ভেবে খুশি মনে কাজ করছেন মরিচের ক্ষেতে
কৃষি বিষয়ক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘কৃষি ও কৃষক’ প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ৫:৪০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনায় জেসমিন এবং উপস্থাপনায় ফারিহা ইসলাম।
Recent Comments