আখ বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকারী ফসল। চিনি ও গুড় তৈরির অন্যতম ফসল আখ। আখের বাম্পার ফলনে ভাগ্য পরিবর্তন হয়েছে চরফ্যাশন উপজেলার আট কপাট জাহান-পুর এলাকার আখ চাষিদের। অল্প খরচে বেশি লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে আখের চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় ও ঠিকমত পরিচর্যার ফলে এবছর আখের উৎপাদন কয়েকগুণ। আখ চাষে সফল মো: সেলিম বলেন বিগত বছর গুলোন তুলোনায় এ বছর চরফ্যাশনের সব কৃষকদের আখ ভালো হয়েছে এবং দিনে দিনে বাড়ছে এখানকার কৃষকদের আখ চাষের প্রতি আগ্রহ। কম খরচে অধিক ফলন আখ চাষে। কৃষক লাভবান হচ্ছে অল্প পরিশ্রমে। আখের ফলন ভালো হওয়ায় নতুন করে কৃষক আখ চাষে আগ্রহী হচ্ছে। ধান ও অন্যান্য ফসল আবাদের পাশাপাশি আখ চাষ করছেন হৃদয় রায়। বাবা ও দাদার সহযোগিতার মাধ্যমে ৩ গন্ডা জমিতে আখ চাষ করে ৩০ (ত্রিশ) হাজার টাকা খরচ করে ২৫ (পচিঁশ) হাজার টাকা ইতিমধ্যে বিক্রি করেছেন। হৃদয় রায়ের ক্ষেতে এখনো যে আখ আছে সেগুলো বিক্রি করলে খরচ পুশিয়ে দ্বিগুন লাব পাবেন বলে তিনি জানান।
রেডিও মেঘনার কৃষি ভিত্তিক সাপ্তাহিক আয়োজন “কৃষি ও কৃষক” অনুষ্ঠানটি প্রচারিত হয় বুধবার বিকেল ৫: ৪০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও শব্দ সম্পাদনায় ছিলেন জেসমিন।