চরফ্যাসন উপজেলার দক্ষিন ফ্যাশন পৌরসভা ২নং ওয়ার্ডে মিজি বাড়ির উঠানে শনিবার বিকাল ৪ টায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে, “কোভিড-১৯ টিকা নিন সুরক্ষিত থাকুন, সবাইকে টিকা নিতে উৎসাহিত করুন” এই প্রতিপাদ্যের উপর ২৫ জন গৃহিনী ও কিশোরীদের একত্রিত করে বৈঠক পরিচালনা করা হয়। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষিত থাকতে, সামাজিক দুরুত্ব বজায় রাখা, মাস্ক পরিধান, ঘন ঘন কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর আলোচনা করা হয়।
উঠান বৈঠকে অংশগ্রহনকারীদের মধ্যে ২৭ বছর বয়সি সুরমা বলেন, আমি প্রথমে টিকা নেইনি। বাড়ির পাশে অনেকে টিকা নেয়ার পড়ে জ্বর হয়েছে বলে আমরা ভয়ে ছিলাম। পরবর্তীতে প্রথম ও দ্বিতিয় ডোজ টিকা নিলেও বুস্টার ডোজ এখনও নেওয়া হয়নি। বৈঠকের শেষের দিকে ১৭ বছর বয়সি নাইমাসহ অনেকেই বলেন, কোভিট-১৯ টিকার গুরুত্ব বুঝতে পেরেছেন। আর এখন তাদের মাঝে সকলেই বুস্টার ডোজ টিকা নিবেন বলে জানান।
উঠান বৈঠক অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন রেডিও মেঘনার ফাতেমা জাহান এবং সার্বিক ব্যবস্থাপনা করেন ফারিহা ইসলাম।
এই উঠান বৈঠকটি দ্য হাঙ্গার প্রজেক্ট, বিএনএনআরসি ও রেডিও মেঘনা ৯৯.০ এফএম এর, সহযোগিতায়ঃ ইউনিসেফ ।
Recent Comments