চরফ্যাশন উপজেলার বাজার সংলগ্ন এলাকায় যানজট সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বুধবার (৫ অক্টোবর ) বেলা ১১.০০ টায় সহকারী কমিশনার (ভূমি) এনামুল হকের নের্তৃত্বে চরফ্যাশন সদর রোড,কলেজ রোড,জনতা রোড,বটতলা রোডে এ অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) এনামুল হক বলেন, আমরা ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটি চলমান থাকবে। শহরের যানজট কমাতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অপরিহার্য।”
তিনি আরও বলেন, রাস্তার ওপর থাকা সব অবৈধ স্থাপনা যাদের আছে তাদেরকে সর্তক করা হয়েছে। জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।