ভোলার চরফ্যাসনে এখনো পুরোপুরি ধান কাটা শুরু না হলেও আগাম জাতের উন্নত বীজের আমন ধান কাটছেন কৃষকেরা।
চরফ্যাসনের ওমরপুর, আমিনাবাদ ও জিন্নাগড়সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। ফলনও হয়েছে বেশ। সরেজমিনে গিয়ে চাষিদের এই আমন ধান কাটতে দেখা যায়।
ওমর পুর গ্রামের কৃষক আব্দুর মান্নান বলে, আগাম আমন ধান কেটে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করবেন এবং এবার আমন বেশ ভালো হয়েছে ।
কৃষক ইসমাইল মিয়া বলেন, এখনো পুরোপুরি ধান কাটা শুরু হয়নি কিছু আগাম জাতের ধান এসেছে সেইগুলো কাটছেন আরো কিছুদিন পরে বাকি ধান পাকা শুরু হবে।
চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন বলেন, চরফ্যাসনে এবছর আমন মৌসুমে ৭২ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। এর মধ্যে মাত্র ২৩ হাজার হেক্টর জমিতে স্থানীয় উচ্চ ফলন জাতের স¦র্ণা, কালোজিরা, ব্রি ধান৭১,৭৩,৫২, ৮৭ ধান বেশি করনা হয়। চরফ্যাসনে একবছরে দেড় লক্ষ খাদ্যশস্য প্রয়োজন হয়। আসা করছেন আমন মৌসুমে ২ লক্ষ ৮৮ হাজার মেক্ট্রিটন চাল উৎপাদন হবে।
এছাড়াও তিনি বলেন, এবছর স্বপ্লমেয়াদী নতুন ধান সম্প্রসারণ করেছে। আগাম জাতের ফলন একটু কম হয়েছে। শতকরা ১০ শতাংশ জমিতে ধান আমন ধান পেকেছে। এখনো দেড় মাস পর পুরোপুরি ধান কাটা শুরু হবে।
প্রতিবেদনে সুরভী,
রেডিও মেঘনা, চরফ্যাসন।
Recent Comments