সারাদেশের মতো চরফ্যাশনেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” কর্মসূচির আওতায় বিভিন্ন কর্মক্ষেত্রে সফলতা ও সংগ্রামী অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার ১১টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন’র উদ্যোগে র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুর নবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লোকমান হোসেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অদম্য নারীদের এ সম্মাননা ভবিষ্যতে আরও নারীর অনুপ্রেরণা জোগাবে। দেশে কোন উন্নয়ন করতে হলে নারীকে সমান অধিকার দিতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সহ ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা নারীর উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার বিষয়ে চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন অদম্য নারীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেয়া হয়েছে।