অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের মতো চরফ্যাসনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ ৮ মার্চ (শনিবার) সকাল ১১.০০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জনাব রাসনা শারমিন মিথির এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মো: নুরনবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ’মি এমাদুল ইসলাম, অফিসার ইনর্চাজ (তদন্ত), সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক বিভিন্ন দলের প্রধান, গ্রামীন নারী, নারী নেত্রী ও সাংবাদিক প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, পুরুষতান্ত্রিক সমাজ গড়ে উঠার পিছনে নারীর ভূমিকা অপরসীম। নারীর ভূমিকা ব্যতিত গড়ে তুলতে পারতো না সমাজ। নারীদের একটাই প্রত্যাশা পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যেনো তাদের প্রাপ্য সম্মান পায়। একটা দেশ উন্নয়নে নারী ও পুরুষ দুজনের অংশ গ্রহনেই সম্ভব।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী ভূমি কমিশনার, কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার, রাজনৈতিক বিভিন্ন দলের প্রধানসহ প্রমুখ। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য কামনা করা।
Recent Comments