করোনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পরেছে দরিদ্র শ্রেণির কিশোর-কিশোরীরা। দীর্ঘ দিন পড়ালেখার বাইরে থাকায় এ অভ্যাস ও আগ্রহ কমে গেছে শিশুদের। স্কুল বন্ধ সংসারে অভাব এমন অবস্থায় ওর্য়াকশপের কাজ বেছে নেন সপ্তম শ্রেণী পড়ুয়া আশরাফুল (১২)। চার ভাই বোন নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটা কষ্টকর আশরাফুলের পরিবারের। শশীভূষণ এলাকার আশরাফুলের সাথে কথা বলে জানা যায়, অনেক দিন ধরে স্কুল বন্ধ এর ভিতর ঘরে বসে থাকলে সংসার কিভাবে চলবে তাই কাজ শেখার জন্য দোকানে আসেন। স্কুলে আবার ফিরবে কিনা জানতে চাইলে বলেন এখন অনেক কাজই শেখা হয়ে গেছে তাই আর স্কুলে গিয়ে কি হবে? পড়ালেখা করার আর ইচ্ছে নেই তার।
‘আজকের শিশু’ অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে ১০ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯.২৫ মিনিটে। উপস্থাপনায় ছিলেন ফারিহা, সম্পাদনায় জেসমিন।