শোষন বঞ্চনার পথ পেরিয়ে ৫১ বছর আগে স্বাধীনতার ডাক আসে এই দিনে। তাৎপর্যময় সেই দিনটিকে ঘিরে তাই এত আয়োজন। ভোলার চরফ্যাসনে স্বাধীনতার দিবসও জাতীয় দিবস উদযাপনের কর্মসূচী শুরু হয় সূর্যদয়ের সাথে সাথে। ভোলা-৪ আসনের সংসদ সদস্য মনপুরা ও চরফ্যাসনের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি সহ সর্ব স্তরের মানুষ কেন্দ্রীয় স্মৃতিস্তবে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান
২৬ শে মার্চ (শনিবার) সকাল সাড়ে ৮টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্টোডিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্টোডিয়ামে এসে শেষ হয়। এরপরই প্রধান অতিথিগন অভিবাধন মঞ্চে উপস্থিত হয়ে বাধ্যযন্ত্রের তালে তালে চরফ্যাসন স্টোডিয়ামে পাঠ পরিদর্শন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করেণ। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সশস্ত্র সালামের সাথে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস,বিএনসিসি রোভার স্কাউড, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত কুচকাওয়াজ,মনোরম ডিসপ্লের মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রামের ইতিহাস তুলে ধরেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এসময় অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যে নির্বাহী কর্মকর্তার আল নোমন, ২৬ শে মার্চ স্বাধীনতার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং প্রধান অতিথি তার বক্তব্যে, সর্বকালে সর্ব শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আত্মত্যাগ ও নিষ্ঠার কথা তুলে ধরার পাশপাশি যুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ মানুষের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস তাৎপর্য ব্যক্ত করেন। এরপরে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন নির্বাহী কর্মকর্তা আল নোমন,পর্যায়ক্রমে প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথিগনের হাতে ক্রেস্ট তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার আল নোমন এর সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, পরিষদ চেয়ার ম্যান জয়নাল আবেদনি আখন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র, এইচ এম মোরশেদ, সহকারী কমিশনার ভুমি আবু আব্দুল্লাহ খান, চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন মিয়া, চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধক্ষ্য কয়ছর আহমেদ দুলাল, প্রোস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অদক্ষ্য মনির আহমেদ শুভ্র, ইওএন এর সহর্ধমিনী ইয়াসরিবা মুমু, এসিল্যান্ড এর সহধর্মীনী ফাতেমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যানসহ চরফ্যাসন উপজেলার বিভিন্ন গন্যমান্য বর্গ। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহন করা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ সাংবাদিক বৃন্দ।
সর্ব শেষে চরফ্যাসন ব্রজোগোপাল টাউন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ ন্যায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন।
প্রতিবেদনে সুরভী।
রেডিও মেঘনা, চরফ্যাসন।
Recent Comments