জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের মাঠে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বালন জ্বালিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ’রাসনা শারমিন মিথি’ চরফ্যাসন উপজেলা নিবার্হী অফিসার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগমে’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো: টিপু মালতিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সম্মানিত ব্যাক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী,অবিভাবকরা।

তিনি আরো বলেন, নারী শিক্ষার অগ্রগতি ছাড়া আমাদের এই দেশ কখনো উন্নায়ন করতে পারবে না। তাই অবিভাবকরা আপনাদের মেয়ে সন্তানকে বাল্য বিয়ে না দিয়ে সরকারি নিয়ম কানুন মেনে পড়াশোনা করানোর অনুরোধ জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Recent Comments