শিক্ষর্থীরা ভবিষ্যৎ গড়ার স্বপ্নে থেমে নেই। কেউ শিক্ষক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা চান ডাক্তার হতে। এমনই স্বপ্নের লালন-পালন করেছেন সপ্তম শ্রেণি পড়ুয়া রহিমা (১১) ও মারুফা (১৩)। তারা স্বপ্ন দেখেন পড়া-শুনা করে কেউ ডাক্তার আবার কেউ শিক্ষক হওয়ার। তাই এখন থেকেই পড়া-শুনায় মনোযোগ দিচ্ছেন। সময় মতো বিদ্যালয়ে ক্লাস করা, বাসায় পড়া-শুনা এসব মিলিয়েই দিন কেটে যায়। তাদের শৈশবে দেখা স্বপ্ন পূরনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরনা যোগান বাবা-মা‘সহ ভাই-বোন সকলেই।
মা মিনোয়ারা (৩৫) বলেন, আমার মেয়ে এখনো অনেক ছোট। ওর ইচ্ছে ডাক্তার হওয়ার। আমি এবিষয়ে তাকে কখনোই বাধা দেইনি। আমি চাই আমার সন্তান নিজের ইচ্ছেতে এগিয়ে যাক। আমার কেনো সিদ্ধান্ত আমি আমার সন্তানদের উপর চাপিয়ে দিতে চাই না। তারা তাদের নিজেদের মতো ভবিষ্যতে এগিয়ে যাক। এছাড়াও মারুপা‘র মা সামছুন নাহার (৩৪) জানান, ছোট থেকেই মেয়ে শিক্ষক হতে চায়। আমি আমার সন্তানের ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। তাই আমিও আমার মেয়ের ইচ্ছে পূরন করতে চাই।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘আজকের শিশু’ শুনুন শুক্রবার বিকেল ৫:৪০ মিনিটে।
উপস্থাপনায় ফারিহা ইসলাম।
প্রযোজনায় তাসপিয়া।
Recent Comments