পছন্দের গানের আয়োজন থেকেই রেডিও মেঘনা শোনার অভ্যাস হয় চরফ্যাসন ৪নং ওয়ার্ডের মিশুর। এ কথা এখন থেকে চার বছর আগের। মিশু তখন চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী। ছোট কাকিকে দেখতেন ফোনে রেডিও মেঘনার অনুষ্ঠান শুনেন কৌতুহল নিয়ে জিজ্ঞেস করেন কি শুনছেন এবং কিভাবে শুনছেন। সেদিন মিশুর ছোট কাকি তাকে শিখিয়ে দেন রেডিও মেঘনার অনুষ্ঠান শোনার নিয়ম। সেই থেকেই তিনি রেডিও মেঘনার একজন নিয়মিত শ্রোতা। বর্তমানে দশম শ্রেনীতে পড়াশুনা করছেন। তবে ভালো লাগার জায়গা যেন সেদিনের মতো একই আছে। পছন্দের অনুষ্ঠানের কথা জানতে চাইলে মুচকি হেসে বলেন কিশোর কিশোরী অনুষ্ঠান তার অনেক ভালো লাগে তবে এখন আরও একটি অনুষ্ঠান যুক্ত হয়েছে সেই তালিকায়। মিশু বলেন কিছুদিন পর আমাদের ঘরে নতুন অতিথীর আগমন হবে আমি রেডিওতে গর্ভকালীন মায়ের যতœ নিয়ে যে তথ্যই পাই সেগুলো আমার মাকে বলি। এখন মা ও আমার সাথে রেডিও শোনেন মাঝে মাঝে। শিশু জন্মের পর নাড় কাটার নিয়ম, তারাতাড়ি গর্ভফুল পরার জন্য করণীয় বিষয় জেনে উপকৃত হয়েছেন বলে জানান তারা। মিশুর মা বলেন আমার মেয়ের বেলায় অনেক কিছুই না জেনে ইচ্ছেমত মতো করেছি যেগুলো শিশুর যত্ন ঝুঁকিপূর্ন, এখন থেকে আমি ডাক্তারি পরামর্শ মেনে চলছি। রেডিও মেঘনা থেকে তাদের প্রত্যাশা নবজাতকের যত্ন বিষয়ক আরও বেশি তথ্য জানা।
সাক্ষাৎকার গ্রহন করেন উম্মে নিশি, তারিখ: ১২ জানুয়ারি ২০২৩, স্থান: চরফ্যাসন কুলছুমবাগ ৪ নং ওয়ার্ড।
ছবি ধারণে: তাসপিয়া