সমাজে প্রতিবন্ধী নারী ও শিশুরা অসহায় ও অবহেলিত। একজন শিশু যখন প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহন করে তখন মা বাবা বা পরিবারের সদস্যদের দুশ্চিন্তার শেষ থাকে না। জনতা বাজারের আছিয়া বেগমের (৩৫), ৯ বছরের বাক প্রতিবন্ধী মেয়ে জুয়েনাকে কে নিয়ে চরম ভোগান্তিতে দিন পার করছেন। মেয়ের যখন দুই বছর হঠাৎ তার জ্বর উঠে কিন্ত সংসারের টানাপোড়ার কারণে ভালো ডাক্তার দেখাতে না পারায় আস্তে আস্তে শিশুটির ভিতর বিশেষ কিছু পরির্বতন দেখা যায়। জুয়েনা কোন কথা বলতে পারে না। স্বপ্ন ছিলো মেয়েকে পড়ালেখা করাবে কিন্তুু সেটা অপূর্ণ থেকে গেলো। পরর্বতীতে তাকে ডাক্তার দেখালেও ভালো হয়নি সে।
প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ধীমান’। শুনুন প্রতি শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে। শুধুমাত্র ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ফাতেমা জাহান, সম্পাদনায় তাসপিয়া।
Recent Comments