যেসব মানুষের শারীরিক ও মানসিক ত্রুটির কারণে জীবনের স্বাভাবিক কাজ করতে বাধা তৈরী হয় তাদের বলা হয় প্রতিবন্ধী। এমনই একজন শিশু চরফ্যাশন আয়েশাবাগ ৯ নং ওয়ার্ডের সিয়াম (০৬)। তার মা শিউলি বেগম (২৫) জানান, সিয়ামের জন্মের সাথে সাথে হাসপাতাল নিয়ে যায়, কারন শিশুটি ঠান্ডা নিয়ে জন্মগ্রহন করেন। সাময়িক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও, যতোই দিন যায় সিয়াম ততোই শারিরীক অস্বাভাবিকের দিকে চলে যায়। এমন পরিস্থিতিতে তাকে বেশ কয়েকবার ডাক্তার দেখানো হয়েছে। তেমন কোন পরিবর্তনই হয়নি। এখন হাটা চলা এমনকি কথাও বলতে পারেন না। প্রতিবন্ধি হলেও সিয়াম যেনো পরিবারের সকলের চোখের মনি। কারো কাছেই আদর-যত্ন ও ভালোবাসার কোনো খামতি নেই। তার বাবা মৎস্যজীবী হয়েও যতোটা সম্ভব হয়েছে তার চিকিৎসা চালিয়েছেন। ভবিষ্যতে সিয়ামকে টাকার ব্যবস্থা করে বড় ডাক্তার দেখানোর আশা করেন বাবা। শিউলি বেগম আরও জানান, আজ আমার ছেলে ভালো হলে পড়াশোনা, চোখের সামনে হাটা-চলা ও খেলা-দুলা করতো। তাই যত দিন বাঁচবো, ছেলেকে সুস্থ করার চেষ্টা চালাবো।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “ধীমান”। শুনুন প্রতি শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায় ফাতেমা জাহান
প্রযোজনায় তাসপিয়া।