বর্ষার সময় শিশুদের জ্বর শর্দি লেগেই থাকে। একটু অসাবধান হলেই শর্দি কশির মতো সাধারন অসুখও প্রকখর হতে পারে। মাদ্রাজ এলাকার ৬ নং ওয়ার্ডের সাহিনা বেগমের (৩২) ৪ সন্তান। ঘরের আশপাশে পানি জমে থাকায় সন্তানরা প্রায়ই ঠান্ডা, জ্বর ও শর্দিতে আক্রান্ত হয়। এছাড়াও শিশুরা খোস-পাচড়ায় আক্রান্ত হচ্ছে ময়লা পানিতে খেলা করার কারণে।
একই এলাকার মো: রাজিয়া বেগম (২৮) জানান, সাংসারিক কাজের কারণে সন্তাদের সব সময় খেয়াল রাখতে পারেন না। পাচঁ বছর বয়সী ছোট সন্তানে জ¦র-ঠান্ডা যেনো ছাড়ছেই না। ফার্মেসী থেকে ঔষুধ কিনে খাওয়ালে ভালো হয়। তারপর আবার কিছু দিনের মধ্যে জ্বর-ঠান্ডায় আক্রান্ত হতে দেখা যায়।

বর্ষায় শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়ে চরফ্যাসন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. মো: মাকলুকুর রহমান বলেন, এ সময় চারপাশ পানিতে ডোবা ও আদ্র পরিবেশ কারণে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড রোগগুলোর প্রাদুর্ভাব বেশি থাকে। তাই শিশুদের পানিতে ভিজতে দেওয়া যাবে না বরং বাড়তি যত্ন নিতে হবে। এসময় ডায়রিয়ার প্রকোপ বেশি থাকে তাই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে হবে। এছাড়াও বর্ষার সময়টাতে মশার বংশ বৃদ্ধি পায়। যার কারনে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপও বেড়ে যায়। তাই বাড়ি ও ঘরের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে এবং ঘরের অন্ধকারাচ্ছন্ন স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।
Recent Comments