৩০ অক্টোবর ২০২৫ ভোলা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তরুণ উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কোস্ট ফাউন্ডেশন এর ভোলা জেলা টিম লিডার মোসাম্মৎ রাশেদা বেগম এর সংঞ্চালনায় তারুণ্যের উৎসব,২০২৫ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন অনুষ্ঠানের সন্মানিত প্রধান অতিথি, কৃষিবিদ, মোঃ কামরুল হাসান-উপজেলা কৃষি কর্মকর্তা, ভোলা সদর উপজেলা,ভোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুষার কান্তি দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আয়শা খাতুন-সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা, ভোলা সদর উপজেলা।
এছাড়াও ভোলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন তরুণ উদ্যোক্তা, সাংবাদিক, রেডিও মেঘনা, কোস্ট কর্মী উপস্থিতি ছিলেন। সভাটি সঞ্চালনা করেন, আঞ্চলিক টিম লিডার , রাশিদা বেগম, মুলপ্রবন্ধন উপস্থাপন করেন, আঞ্চলিক কমর্সূচি সমন্বয়কারী,আইয়ুব আলী। তিনি বলেন, নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য অগ্রসর ঋন কর্মসূচি করে থাকি। ঋণের মেয়াদ ১ বছর, ১.৫ বছর ও ২ বছর। যা মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। ঋনের সুদের হার ১২.৭৬%।
তরুণ উদ্যোক্তা বক্তারা বলেন, উদ্যোক্তা হতে হলে লক্ষ্য স্থির করতে হবে। নিজস্ব স্বল্প পুজিঁ দিয়ে কাজ শুরু করতে হবে । প্রশিক্ষণসহ টেকনিক্যাল বিষয়ে দক্ষ হইতে হবে। এ বিষয়ে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন।
তরুণদের উদ্যম, উদ্ভাবনী চিন্তা, এবং আত্মনির্ভরতার চেতনা নিয়ে কথা বলা এবং অভিজ্ঞতা শুনতে আজকের এই আয়োজন। ফলে অন্য তরুণ-তরুণী অনুপ্রাণিত হবে।
আমাদের দেশের বড় শক্তি তরুণ প্রজন্ম। যদি এই তরুণ প্রজন্ম উদ্যোগী হয়ে দেশের অর্থনীতি আরোও শক্তিশালী হবে।
আমাদের গ্রামের তরুণরা যদি স্থানীয় সম্পদ ব্যবহার করে কাজ শুরু করেন, যেমনঃ হাসঁ-মুরগী, সবজি, মাছ চাষ, বনজ, ফলজ ও ঔষধী চারা রোপন, হস্তশিল্প, খাদ্য প্রকিয়াজাতসহ আধুনিক বাজারজাতকরণ। অতিথিরা বলেন, যে তরুণ স্বপ্ন দেখে, চেষ্টা করে এবং হাল ছাড়ে না, লেগে থাকে। তিনিই একদিন সফল উদ্যোগক্তা হয়ে ওঠেন। একজন তরুণ নিজেই নিজের এবং আরো কয়েকজনের কর্সংস্থান তৈরি করতে পারবে। তরুণদের ক্ষুদ্র ঋণ ব্যবহারে অনেক অনেক সফলতার গল্প রয়েছে। তাই আমরা আশা করি কোস্টসহ যেকোন এনজিও এবং সরকারিভাবে সহজ শর্ত এ ঋণ নিয়ে তরুণ প্রজন্ম এগিয়ে যাবো।
প্রধান অতিথি মহোদয় বলেন, যে-কোন সময়ে যে-কোন বিষয়ে আমার অফিস এবং মোবাইল ফোনে সহযোগিতা নিতে পারবেন। আমার অফিসে সুযোগ না থাকলেও আমি অন্য অফিসে লিংক করিয়ে দিতে পারবো।
সভার আয়োজন করায় কোস্টকে ধন্যবাদ জানানো হয়েছে।