ভোলা-চরফ্যাশন মহাসড়কে কমেছে বাস ভাড়া। আজ ১০ মে থেকে কার্যকর হয়েছে এই ভাড়া।
চরফ্যাশন বাস সমিতির তথ্য অনুসারে, চরফ্যাশন হতে ভোলা ড্রাইরেক্ট বাসের ১৮০টাকা ভাড়া থেকে ৩০ টাকা কমিয়ে ১৫০ টাকা ও লোকাল বাসের ১৪০ টাকা ভাড়া থেকে ২০ টাকা কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করেছেন ভোলা বাস মালিক কর্তৃপক্ষ।
জেলার প্রত্যেক উপজেলার ভাড়া একই সাথে কমানো হয়েছে। এতে করে স্বস্তিতে সাধারন যাত্রীদের মাঝে।
চরফ্যাশন থেকে ভোলাগামী যাত্রী মমিনুল ইসলাম ভুট্টো ও কুঞ্জেরহাট যাওয়া যাত্রী সাইফুল বলেন, বাস ভাড়া কমানোতে নিন্মবিত্তসহ সকল শ্রেণীর যাত্রীদের জন্যই ভালো হয়েছে।
চরফ্যাশন শাখার শ্রমিক ইউনিয়নের সদস্য (ড্রাইভার) মো: ইউসুফ বলেন, যাত্রীদের সুবিধার জন্যই এই ভাড়া নির্ধারণ হয়েছে।
চরফ্যাশন বাস মালিক সমিতির সদস্য মোনায়েম চৌধুরী বলেন, প্রায় ৩ বছর আগ থেকে বাস ভাড়া ১৮০ টাকা করে ছিল। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে বাসের ভাড়াও বৃদ্ধি পায়। বর্তমানে বাস মালিক কৃর্তক সিদ্ধান্তে চরফ্যাশন উপজেলাসহ সকল উপজেলার বাস ভাড়া কমানো হয়।
Recent Comments