দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন উপজেলায় আসলামপুর ইউনিয়নে মেঘনা নদীর অববাহিকার বেতুয়া লঞ্চঘাটকে বেতুয়া নৌবন্দর উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
আজ (৩০ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,শেখ রাসেল বিনোদন পার্ক ফ্যাসন স্কয়ার ও জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন। পরে বেলা ১২ টায় নৌ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত বেতুয়া নৌবন্দরের ভিত্তি প্রস্থর স্থাপনের সাথে এক জমকালো আয়োজন মধ্য দিয়ে এই বন্দর উদ্বোধন করনে তারা। নদী বন্দর উদ্বোধন শেষে উপজেলা পরিষদের আয়োজনের বেলা ২ টায় ব্রজগোপাল টাউন হলে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রী জনাব, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইডব্লিওটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। অন্যান্য অতিথিদেও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌফিক এলাহী চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মেয়র মোরশেদ, প্রেস ক্লাম সভাপতি আবুল হাসেম মহাজন, অধ্যক্ষ মনির আহাম্মেদ শুভ্র, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ শোভন বসাক এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ,সাংবাদিক সহ গন্যমান ব্যক্তিরা।
এসময় বক্তরা বলেন, ভোলা জেলার এই নৌবন্দর উদ্ধোধনের মাধ্যমে চরফ্যাসন, লালমোহন, মনপুরাসহ দক্ষিণ বঙ্গের সাথে দেশের আরেকটি বাণিজ্যিক দরজা উম্মোচন হলো।ব্যবসায়ীক ক্ষেত্রে আরো প্রসার ঘটবে।
প্রতিবেদনে সুরভী।
রেডিও মেঘনা,চরফ্যাসন।