প্রতিটি মানুষের জীবনে বাবা-মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কোনো কিছুর সাথে বাবা-মায়ের ভালোবাসার তুলনা করা যায়না। পূর্ব মাদ্রাজে নয় সন্তানের বাবা গফুর হাওলাদার (৬৫)। তিনি বলেন, আমার ছোট থেকেই ইচ্ছে ছিলো পড়ালেখা করার। কিন্তু সংসারে অভাব-অনটনের কারণে পড়া লেখা ছেড়ে দিয়ে সংসারের হাল ধরতে হয়েছে। সেখানই থেমে যায় নিজের স্বপ্ন। পরবর্তীকালে সেই স্বপ্ন আবার জাগ্রত হয় সন্তানদের নিয়ে। অক্লান্ত পরিশ্রম করেন সন্তানদের গড়ে তোলার জন্য। অবশেষে তার পরিশ্রম সফল হয়েছে। ছেলে-মেয়েদের পড়ালেখা করিয়েছেন। ছেলেরা সবাই বিভিন্ন কর্ম-জীবনের সাথে যুক্ত রয়েছেন। বাবা কে দেখা-শুনা ছেলেরাই করেন। এখন সন্তানদের নিয়ে ভালোই আছেন বলে জানান তিনি।
বাবা-মায়ের এমন অনুভূতি তুলে ধরতে প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘মা বাবার স্বপ্ন’। শুনুন প্রতি সোমবার বিকাল ৫:৪০ মিনিটে। শুধুমাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায় ফাতেমা জাহান
সম্পাদনায় তাসপিয়া।
Recent Comments