মৎস্যজীবীরা মাছ বিক্রির আয় দিয়ে পরিবারের ভরণপোষণ পূরণ করেন। সাধারণত একজন জেলে নদী, খাল, সমুদ্র বা জলাভূমি এলাকায়ই বসবাস করে। একারনে ম্যৎস্যজীবীদের জীবন-যাপনে অনেক ঝুঁকি থাকে।
নতুন সুলিজ মাছ ঘাটের কয়কেজন মৎস্যজীবীদের সাথে কথা বলে জানা যায়, এখন নদীতে মাছ একটু কম পাওয়া যায়। নুরনবী হোসেন (৩০) জানান, ছোট বেলা থেকে মাছ অহরনের কাজ করেন। মাছ কম পাওয়ার কারনে, নদীতে কম গিয়ে জাল মেরামতের কাজ রেশি করেন।
এক নৌকায় ৫ বা ৬ জন মিলে নদীতে যায় তারা। মৎস্যজীবীরা নদীতে মাছ বেশি বা কম পাওয়ার উপরে তাদের সংসার ভালো বা মন্দ চলা নির্ভর করে। অবসর সময় অর্থাৎ যখন নদীতে না যায়, তখন কৃষি কাজ করেই চালায় সংসারে চালানোর চেষ্টা করেন। নিজে জীবনের ঝুঁকি নিয়ে মৎস্য অহরনের কাজ করলেও ছেলে-মেয়েদের নিয়ে রয়েছে চোখ জোরা স্বাপ্ন। কষ্ট যতই হোক সন্তানকে নিয়ে স্বপ্ন পূরনের দিকেই এগিয়ে চলছে বলে জানান তিনি।
মৎস্যজীবীদের জীবন চিত্র নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “জেলে জীবন ও প্রাকৃতিক দূর্যোগ”। অনুষ্ঠানটি শুনুন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকেল ৫:৪০ মিনিটে।
উপস্থাপনায়: ফাতেমা জাহান।
প্রযোজনায়: তাসপিয়া।
Recent Comments