চরফ্যাসনে প্রায় প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি পালন করতে দেখা যায়। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রোগের কারণে হাঁস-মুরগি মারা যায়। এ বিষয়ে বেশিরভাগ শ্রোতারা পরামর্শ চেয়ে থাকেন। হাঁস-মুরগি ও গবাদী পশুর যত্ন ও সমসাময়িক বিভিন্ন রোগ-বালাই এবং করনীয় নিয়ে রেডিও মেঘনার পাক্ষিক অনুষ্ঠান ‘যত্নে মিলুক সফলতা’। অনুষ্ঠানের এবারের পর্বে মুরগির গুটি বসন্ত রোগের করণীয় সম্পর্কে সরাসরি স্টুডিওতে এসে পরামর্শ প্রদান করেন চরফ্যাসনের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এ রোগ হলে মুরগির গায়ের গোটা খুটে গোটার উপর পটাসের পানি অথবা যে কোন অ্যান্টিসেপটিক লাগানো যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন তিনি। অনুষ্ঠান চলা কালীন শ্রোতারা সরাসরি ফোন কলের মাধ্যমেও পরামর্শ নিয়েছেন।অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, লাবনী হোসেন। প্রচারিত হয়েছে ২০ মার্চ (শনিবার) ৫:৪০ টায়। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএম এ।
Recent Comments