শিক্ষা শুধু স্কুলের চার দেওয়ালের মধ্যে বন্ধ পাঠ্য বইয়ের শিক্ষাকেই বোঝায় না। শিক্ষা মানে, প্রতিনিয়ত জ্ঞানের ভান্ডার থেকে কিছুনা কিছু জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে জীবনে উন্নতির জন্য সঠিক ভাবে প্রয়োগ করাকে বোঝায়। দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ও শিক্ষার্থীদের জ্ঞান আহরনের কেন্দ্র। কিন্তু বর্ষার মৌসুম এলেই শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। বিশেষ করে যখন টানা বৃষ্টি হয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারেনা, কিছু বাচ্চারা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় স্কুলে এলে ও পড়াশুনা করার মাঝে খেলা-ধুলা করার সুযোগ তেমন হয়না। কারণ বৃষ্টির পানি স্কুলের মাঠে জমে থাকে। তাই শিক্ষার্থীরা ক্লাসরুমে এবং স্কুলের নিচ তলায় খেলা-ধুলা করে। এমনটাই জানিয়েছেন দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, খাদিজা বেগম।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিদ্যাপিঠ’। শুনুন প্রতি বুধবার সকাল ০৯:২৫ মিনিটে। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএম এ।

অনুষ্ঠানের উপস্থাপনায় ফারিহা ইসলাম, সম্পাদনায় জেসমিন।