জীবনের শ্রেষ্ঠ সম্পদ বাবা-মা। প্রতিটি মানুষের জীবনে বাবা-মায়ের সবচেয়ে বড় অবদান রয়েছে। কোনো কিছুর সাথে পিতার ধৈর্য এবং মায়ের ভালোবাসার তুলনা হয় না। বাবা মা সন্তানদের নিয়ে স্বপ্ন দেখেন যে ভবিষ্যতে তারা ভালো কিছু করবে। আবুবকরপুর ৬নং ওয়ার্ডের ৫০ বছর বয়সী কৃষক বাবা নসু হাওলাদার। ছোট বেলায় পরিবারের অভাবের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও পড়া-শুনা করতে পারেননি তিনি। সেই অপূর্ণ স্বপ্ন সন্তানদের দিয়েই বাস্তবায়ন করার ইচ্ছে ছিলো তার। আজ সেটাই করিয়ে দেখিয়েছেন একজন কৃষক বাবা। তার ৩ ছেলে ১মেয়ে। তিনি ছোট থেকেই কৃষি কাজ করেন। বড় ছেলে এখন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন। মেজো ছেলে অর্নাস শেষ করে পড়াশুনা জন্য ঢাকায় আছেন। আর ছোট ছেলে হাফিজী পড়াশুনা করেন, মেয়েকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর পর বিয়ে দিয়ে দিয়েছেন। কৃষি কাজ করা সত্বেও সন্তানদের নিয়ে গড়া সপ্ন বাস্তবে রুপান্তরিত করেছেন তিনি। এতে নসু হাওলাদার মিয়া সহ তার স্ত্রীকে কঠিন পরিশ্রম করতে হয়েছে, আজকের দিন দেখার জন্য। সন্তানদের মানুষ করতে পেরে খুবই খুশি তারা। সর্বশেষ জানান তিনি একজন স্বার্থক বাবা।
সন্তানেদর জন্য বাবা-মায়ের স্বপ্ন নিয়ে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘মা-বাবার স্বপ্ন’। শুনুন প্রতি সোমবার বিকেল ৫:৪০ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটি উপস্থাপনায় অধরা ইসলাম।
সম্পাদনায় জেসমিন।
Recent Comments