পৌরসভা ১নং ওয়ার্ডের উদ্যোক্তা হারুন রসিদ (৬৯)। শুরুতে তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও এখন একজন সফল উদ্যোক্তা। নিজেই নার্সারিতে উৎপাদন করেন সুপারি, নারকেল ও অন্যান্য চারাগাছ।
সাক্ষাৎকার গ্রহণকালে তিনি বলেন, আমি পেশায় একজন কৃষক। আজ থেকে প্রায় দশ বছর আগে কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন চারাগাছ কিনে বৃক্রি করতাম। এতে লাভের পরিমান ছিলো সীমিত। কখনো কখনো লোকসানও গুনতে হতো। পরে বাড়িতেই কিছু সুপারি রোপন করে চারা উৎপাদন করতে শুরু করি। নিজে উৎপাদন করা এবং সাথে আরও কিনে বিক্রি করতাম। এভাবে বছর বছর নার্সারির পরিমাপ বাড়াই। এখন ২৪০ শতাংশ জমি জুড়ে আমার এই নার্সারি। আমার নার্সারিতে এখন নারকেল, সুপারি ও অন্যান্য ফলের চারাগাছ রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ্য টাকা।
উদ্যোক্তা হারুন রসিদ আরও বলেন, প্রতিপিস চারাগাছে আনুমানিক খরচ হয় দশ টাকার মতো। খুচরা বিক্রি করি ১৫ থেকে ২০ টাকা দরে। এখন এই নার্সারি করেই সাংসারিক খরচ বহন করি।
বিভিন্ন উদ্যোক্তাদের গল্প নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘সফল উদ্যোক্তা’। অনুষ্ঠানটি শুনুন, ৯৯.০ এফএম এ বৃহস্পতিবার সকাল ০৮:২৫ টায়।
Recent Comments