চরফ্যাসন হাজারিগঞ্জ এলাকার লিপি বেগম (২৬)। হয়েছেন সদ্য মা। বিয়ের আগে থেকেই তিনি নিয়মিত রেডিও মেঘনা শুনতেন। তবে বিয়ের পর সংসারের ব্যস্ততার কারণে প্রতিদিন না শুনলেও সময় পেলেই কান পাতেন ৯৯.০ এফএম এ। শুনেন কিভাবে গর্ভাবস্থায় মায়ের যতœ ও করণীয়, প্রসবের পর মা ও নবজাতক শিশুর যত্ন। জন্মের পর পরই মায়ের শাল দুধ ও পরবর্তী ৬ মাস মায়ের বুকের দুধ নবজাতক শিশুর জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই তার সন্তান প্রসবের পর শাল দুধ ও নিয়মিত বুকের দুধ খাওয়ান লিপি বেগম। তিনি বলেন, ‘একজন শিশুর যেটুকু পুষ্টির প্রয়োজন শালদুধ থেকে সে পরিমাণ পুষ্টি পাওয়া যায়। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শাল দুধই যথেষ্ট। জন্মের একঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়ানো না হলে, শিশুর শরীরে রক্তে গøুকোজ ও শর্করার পরিমাণ কমে যেতে পারে, এমনকি খিঁচুনি দেখা দিতে পারে। সন্তান প্রসবের পর বাড়ির মুরুব্বীরা মুখে মধু দিতে বলতেন। আমি বলেছি রেডিওতে শুনেছি মধু খাওয়ানো উচিৎ না’ এমটাই বলেন সচেতন এই মা।
রেডিও মেঘনার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘স্বস্থ্যই সুখ’। অনুষ্ঠানের প্রতি সপ্তাহে স্বস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ফোন ইন আলোচনা অনুষ্ঠান প্রচার করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারিত বিষয়ে নানান তথ্য, পরামর্শ ও শ্রোতাদের ফোন কলের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। এমনই একটি পর্বে আলোচনা করা হয় নবজাতক শিশুর জন্ম ও মায়ের শালদুধ ও বুকের দুধের গুরুত্ব ও প্রয়োনীয়ত সম্পর্কে। অনুষ্ঠানে সরাসরি আলোচনায় অতিথি হিসেবে পরামর্শ প্রদান করেন চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার, মেডিসিন বিশেষজ্ঞ নূর মোহাম্মদ তালুকদার। উপস্থাপনায় ছিলেন, জেসমিন তালুকদার।
Recent Comments