সন্তানের মুখে মা ডাক শুনলে নিজের কানকে সার্থক মনে করেন একজন মা। কিন্তু প্রথম সন্তান দিবাকরের মুখে ২০ বছরেও মা ডাক শুনলেন না কাজল রানী। যদিও ২য় ছেলে ও ৩য় মেয়ে মা বলে ডেকেছেন। বলছিলাম নীল কমল ৭নং ওয়ার্ডের মা কাজল রানীর কথা। তার প্রথম সন্তান দিবাকর ঘরামি বাক প্রতিবন্ধী। হাঁটা শিখতেও অনেক সময় লেগেছিল দিবাকরের। গর্ভকালীন সময়ের জীবন-যাপন সম্পর্কে জানতে চাইলে কাজল রানী বলেন, সে সময় পুষ্টিকর খাবার বা নিয়মিত চেকআপ কোনোটাই করতে পারেনি। গর্ভকালীন পাঁচ মাসের সময় পুকুর ঘাটে পরে গুরুতর আঘাত পেলেও এবং প্রসবের সময় কিছু জটিলতা থাকার পরও ডাক্তারের কাছে যায়নি। কারণ সংসারে অভাব ছিল। শুধু অভাব বললেও ভুল হবে। চারপাশের মানুষ জনও তখন ডাক্তারের কাছে না যাওয়ার পরামর্শ দেন। স্বামী কৃষি কাজ করেন। ছেলে দিবাকর সরকার থেকে ভাতা পায়। সব মিলিয়ে চলছে তাদের সংসার।
এই বিষয়ে চরফ্যাসন উপজেলার সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি আমাদের দৃষ্টি বদলাতে হবে এবং তাদেরকে প্রতিবন্ধী না বলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি বলতে হবে। তিনি আরো বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তিদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষন ব্যবস্থা রয়েছে। যেমন: ট্রেইলারিং, পশু-পাখি পালন, বিভিন্ন ধরনের ডিভাইসের ব্যবহার, ডিভাইস সার্ভিসিং প্রশিক্ষন, ই-লার্নিং ব্যবসা ইত্যাদি। এই প্রশিক্ষন শেষে কিছু অর্থ দেওয়ার ব্যবস্থা রয়েছে। যাতে তারা তাদের প্রশিক্ষণকৃত কাজটি করার জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারে। পরিবার ও সমাজের জন্য অর্থ উপার্জনের কাজে অংশগ্রহন করার পাশাপশি সমাজের উন্নয়নমূলক কাজেও অংশগ্রহণ করতে সাহায্য করার পরামর্শ দেন তিনি।
রেডিও মেঘনার পাক্ষিক অনুষ্ঠান “ধীমান” শুনুন প্রতি শুক্রবার সকাল ০৮টা ২৫ মিনিটে। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০এফএম এ।
Recent Comments