শিশুরাই দেশ ও জাতি গড়ার ভবিষ্যৎ। সঙ্গত কারণেই শিশুদের বেড়ে ওঠা যদি নিরাপদ না হয়, তবে আগামী দিনে তার প্রভাব হবে অত্যন্ত নৈতিবাচক এমন আশঙ্কাই স্বাভাবিক। শিশুরা যখন নানাভাবে হয়রানির শিকার হয়, তাদের জীবনে নেমে আসে বিভিন্ন ধরনের অনাকাঙ্কিত পরিস্থিতি, তখন এই বিষয় গুলোকে এড়ানোর কোনো সুযোগ নেই। মাইনকার পাঁচ সন্তানের জননী রহিমা (৩৫) জানান, তার ছেলে কোন এক দুর্ঘটনার কারণে আজ প্রতিবন্ধী, দুটি হাত নেই। ছেলে প্রতিবন্ধি হলেও মা-বাবার স্বপ্ন থেমে থাকেনি। ছেলেকে নিয়ে পড়াশোনা করে চাকরি করার আশা করেছিলেন তারা। ছেলে পায়ের সাহায্যে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে। রহিমার স্বামি কাজ করে দুই মেয়ে কে বিয়ে দিয়েছে এবং কোন রকম সংসার ও ছেলের পড়াশুনার খরচ চলান।
প্রতিবন্ধি ব্যক্তিদের নিয়ে প্রচারিত হয় রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ধীমান’। শুনুন প্রতি শুক্রবার সকাল ৯:২৫ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ফাতেমা জাহান, সম্পাদনায় জেসমিন।