চরফ্যাসন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
চরফ্যাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চরফ্যাসন উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। চরফ্যাসন উপজেলা সমাজসেবা অফিসার মো: মামুন হোসাইন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, প্রত্যেক উপজেলায় এই সরকারি অনুদান দিয়ে থাকে সরকার। এই অনুদান হয়তো চিকিৎসার জন্য পর্যাপ্ত না একটু যেনো সগযোগিতা হয় তাই এই অনুদান দিচ্ছে সরকার । সরকারের প্রতি এই সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় বিভিন্ন এলাকার ৬ কেটাগরির মোট ৫১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।