জলাবদ্ধতা একটি দুর্যোগ যা মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশের উপর প্রভাব ফেলে। সাধারণত ভারী বৃষ্টিপাত হলে তলিয়ে যায় নিম্মাঞ্চলের রাস্তাঘাটসহ অনেক উপকুলীয় এলাকা।
রেডিও মেঘনা সরাসরি মোহাম্মদপুর ০৬ নং ওয়ার্ডে গিয়ে রুনা (৩০) এর সাথে কথা বলে। তিনি জানান, গেলো কয়েকদিনের টানা বৃাষ্টর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বাড়িঘর, রাস্তাঘাট ডুবে গেছে। এর থেকেও বেশি কৃষি কাজে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, টানা বৃষ্টি থাকায় বপন করা বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুন করে বীজতলা তৈরি করতে হবে। এতে লোকসান গুনতে হবে বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, এবছর চরফ্যাশন উপজেলায় প্রায় ৩৪৫ হেক্টর জমির আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। জমিতে জমে থাকা পানি নিষ্কাশন করে পূনরায় বীজতলা বপন করার জন্য বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, “বি আর ২৩” ও “ব্রি ধান ৫২” ধানের বীজতলা করা পরামর্শ দেন। কারণ এই দুই জাতের ধান নিচু জমির জন্য সময়োপযোগী এমনটাই কৃষকদের উদ্দেশ্যে বলছেন এই কর্মকর্তা

Recent Comments