চরফ্যাসনে শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক আবু মাঝিবেগুন, কপি, লালশাক সহ নানান রকম শীতকালীন সবজিতে ভরে গেছে ক্ষেত। এমন সবুজ ক্ষেতের দৃশ্য এখন হরহামেশাই চোখে পড়ছে চরফ্যাসন উপজেলার বিভিন্ন জায়গায়। তবে এছর অসময়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে প্রথম দিকে লোকসান গুণতে হয়েছে চাষীদের। এরপর পুনঃরায় বিভিন্ন রকম শীতকালীন সবজি চাষ করে লাভবান হয়েছেন চরফ্যাসন পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কৃষক আবু মাঝি (৫০)।তিনি বলেন, স্বল্প খরচে লালশাক, পুঁইশাক, বেগুন, কপিসহ চাষ করেছেন বিভিন্ন জাতের সবজি। পরিবারের চাহিদা মিটিয়ে এসব সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করেছেন তারা আবু মাঝি সহ অনেকেই। শীতের শুরুতেই পাঁচ হাজার টাকার লাল শাক বিক্রি করেছেন। এখনো ক্ষেতে মুলার শাক, পালং শাক রয়েছে তার ক্ষেতে। কয়েকদিনের মধ্যে সব শাক সবজি বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।প্রতিবেদনে সালমা আফরিন
Recent Comments