“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাসন উপজেলায় আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই তথ্য অধিকার দিবস পালন করা হয়। তথ্যসেবা কর্মকর্তা মিলি আক্তারের সঞ্চালনায় চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদী আখন। এছাড়াও উপস্থিত ছিলেন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উক্ত সভায় তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার আল-নোমানের বলেন, বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার দিবস পাস হয়। এর পর থেকে এই দিবসটি বাংলাদেশে প্রতিবছর পালন করা হয়। এছাড়াও তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তারা জনগনকে তথ্য দিতে বাধ্য। তবে তথ্য পেতে হলে অবশ্যই নির্দিষ্ট্য একটি ফরম পুরণ করে তথ্য পেতে পারেন।
মৌসুমী মনীষা
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments