শিশুদের গড়ে তোলার উওম উপায় হল তাদের কে আনন্দ দেয়া। এতে শিশুরাও পড়াশোনা করতে আগ্রহী হয়। কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারণে পড়াশোনা করতে পারে না অনেক শিশুরা। হাজারিগঞ্জ এলাকার ছালাউদ্দিন (১০) ব্যস্ত সড়কে রিক্সা চালাতে ব্যস্ত। করোনা কালিন সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে বাড়িতে পড়াশোনার পাশাপাশি সংসারের আর্থিক সচ্ছলতা বাড়াতে রিক্সা চালায় সে। তিন ভাই দুই বোনের মধ্য ছোট ছেলে ছালাউদ্দিন।
মাত্র ১০ বছর বয়সে পড়াশোনা পাশাপাশি পরিবারের কথা ভেবে ছালাউদ্দিন রিক্সা চালানোর মত কাজ বেছে নিয়েছে। এটা দেখে খুব গর্বিত বলে জানায় ছালাউদ্দিনের কাকী। ছালাউদ্দিন পড়াশোনা করে ভবিষ্যতে ভালো কোন চাকরি করুক এটাই তাদের আশা।
আজকের শিশু অনুষ্ঠানটি প্রচারিত হয়, রেডিও মেঘনা ৯৯.০ এফএমএ। শুনুন, শুক্রবার বিকেল ৫:৪০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনায় ফাতেমা জাহান এবং সম্পাদনায় জেসমিস।
Recent Comments