শিশু নির্যাতন প্রতিরোধ করতে প্রথমেই পরিবারের সদস্যদের শিশুদের কথা শুনতে ও বুঝতে হবে। পাশাপাশি তাকে ভালো ও মন্দ বিষয়ে বোঝাতে হবে। যখন শিশুকে বোঝাতে সক্ষম হবেন তখন শিশুর চিন্তা চেতনা, ধ্যান ধারনার পরিবর্তন হবে।
আছলামপুরের মৌসুমী বেগম (২৫), তার দুই সন্তানের পড়াশুনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তারা পড়াশুনা করতে না চাইলে বা কথা না শুনলে বকা না দিয়ে তিনি আদর দিয়ে বোঝান।
শিশুদের সঠিক জীবন-যাপন নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “আজকের শিশু”। শুনুন ৯৯.০ এফএম এ সপ্তাহের প্রতি শুক্রবার সন্ধ্যা ০৬:০০টায়।
উপস্থাপনায়: ফারিহা ইসলাম, প্রযোজনায়: উম্মে নিশি।
Recent Comments