ভোলার চরফ্যাশনে সেনাবাহিনীর সহায়তায় একসপ্তহ পর কর্মবিরতি প্রত্যাহার করে কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। গতকাল (১২ আগস্ট) সোমবার বিকালে কর্মস্থলে ফেরেন তারা। এতে জনমনে ফিরেছে স্বস্তি।
চরফ্যাশন থানা পুলিশ, অফিসার ইনর্চাজ থেকে শুরু করে ডিউটি অফিসার, কনেস্টবলসহ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিজ কর্মস্থলে ফিরে দাপ্তরিক কাজ শুরুর পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, দেশের আইন শৃঙ্খলা ফেরাতে পুলিশ সদস দের সাথে একযোগে র্নিবিঘ্নে কাজ করবে এমন প্রত্যাশা করছেন তারা।
এদিকে দুই সপ্তাহের স্থীতিশীল পরিস্থিতি কাটিয়ে পুনোরায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করতে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান গ্রাম পুলিশের সদস্যরা।
চলফ্যাশন থানার অফিসার ইনর্চাজ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যরা পুনরায় কর্মস্থলে ফিরেছেন। পূর্বের ন্যায় কার্যক্রম শুরু করেছি। ছাত্র সমাজ ও সাধারণ জনগণের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশও কাজ করবে। এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছেন আইনি কর্যক্রম। সেবা নিতে অনেকে থানায় আসছেন বলে জানান তিনি।
সুরভী ও অধরা ইসলাম
রেডিও মেঘনা চরফ্যাসন
Recent Comments