চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়ন। এখানেই বসবাস করেন নাছিম বেগম। গৃহিণী হলেও রেডিও মেঘনার শ্রোতা ক্লাবের সক্রিয় সদস্য তিনি। প্রতিদিনের কাজের ফাঁকে রেডিওতে খবর, নাটক আর সচেতনতামূলক অনুষ্ঠান শোনা যেন তার অভ্যাস হয়ে উঠেছে।
নাছিমা বেগম বলেন, আপনারা যে সচেতনতামূলক অনুষ্ঠান করেন, তা আমাদের খুব কাজে লাগে। আমি আমার বাড়ির মেয়েদের এসব অনুষ্ঠান শুনতে বলি। আমি নিজেও শিখেছি, মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া কত গুরুত্বপূর্ণ।
তিনি মনে করেন রেডিও মেঘনা তার মতো নারীদের জন্য শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি পরিবর্তনের মাধ্যম।