ভোলা জেলায় কোস্ট ফাউন্ডেশনের উদ্দ্যোগে বাৎসরিক কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত (০৭ ফেব্রুয়ারি ২৫) শুক্রবার সকাল ৯.০০টা থেকে বিকাল ৩.১৫ মিনিট পর্যন্ত ভোলা অঞ্চল, আউটরীচ অঞ্চল এবং প্রধান কার্যালয়ের ২৮০ জন কর্মীর অংশগ্রহনে বাৎসরিক কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী এ সম্মেলনে কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মোঃ আইয়ুব আলী এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের বোর্ড এর সদস্য মোবাশ্বের উল্যাহ চৌধুরী, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক রেজাউল করীম চৌধুরী ও কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহি পরিচালক সনত কুমার ভৌমিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা ও আউটরীচ অঞ্চলের কোস্ট ফাউন্ডেশনের সিডিওসহ সকল উর্ধ্বতন কর্মীবৃন্ধ।
সম্মেলন, সংশ্লিষ্ট অঞ্চলের ক্ষুদ্র ঋণ কর্মসূচির বার্ষিক পরিকল্পনা উপস্থপন, কর্মীভিত্তিক সদস্য ও ঋণ লক্ষ্যমাত্রা উপস্থাপন, ঋণ ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে কর্মীদের ভুল এবং খেলাপীর কারনসমুহ, স্থানীয় প্রেক্ষাপটে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ এবং ১০০% আদায় হার নিশ্চিতকরণে করণীয়সমূহের উপর আলোচনা করা হয়। এছাড়াও কর্মীদের ফেসবুক ব্যবহার ও নিরাপত্তা কৌশল, মানসিক স্বাস্থ্য বিষয়ে ওরিয়েন্টেশন, সংস্থার কর্মসুচি ও ব্যবস্থাপনার উপর কর্মীদের ফিডব্যাক ও মতামত নেওয়া হয়।
সর্বশেষে, আগামী দিনের একটি ইতিবাচক কর্মপরকিল্পনা এবং কর্মীগণ প্রতিশ্রতিবদ্ধ হয়ে পরিকল্পনা বাস্তবায়নে লক্ষ্যে সমাপনি বক্তব্য মাধ্যমে দেশাত্বোবোধক গান দিয়ে উক্ত বাৎসরিক কর্মী সম্মেলন শেষ করা হয়।