মঙ্গলবার ১৫ এপ্রিল কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পএর শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা চরফ্যাশন উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট ফান্ড বাংলাদেশের ডিজাস্টার রিক্স ফাইনান্সিং সহায়তার আওতায় এই প্রকল্পের বাস্তবায়ন হবে বলে সভায় জানানো হয়।
চরফ্যাশন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন বিথি সভাপতিত্ব , প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন, প্রকল্পের সমন্বয়কারী, খোকন চন্দ্র শীল ।
তিনি বলেন, প্রকল্পের কর্মএলাকা হলো চরফ্যাশন উপজেলার নজরুল নগর ও মুজিব নগর ইউনিয়ন। প্রকল্পের বাজেট ৩৬ লক্ষ্য টাকা। প্রকল্পের আওতায় যে সমস্ত কাজ গুলো বাস্তবায়ন করা হয়েছে তা হলো : ১৫টি সাক্লোন সেল্টারে রিপেয়ারিং ও মেইন্টেনেস এর কাজ ৯টিতে, ওয়াটার ও স্যানিটেশন এর সুবিধা দেয়া হয়েছে ২৫টিতে, বিশুদ্ধ পানি সররাহের জন্য রিজার্ভ পানির ট্যাংকি ২১টি ও ফিল্টারে ব্যবস্থা করা হয়েছে ১৫টি, আলোর সল্পতা দূর করার জন্য সাইক্লোন সেল্টারগুলিতে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে ১২ সেট। সেল্টরগুলিতে স্ট্রেচার ১৫টি , হেন্ডমাইক ১৫টি , ফার্স্ট এইড বক্স ১৫টি ও জরুরি বার্তা সার্বক্ষণিক প্রচারের জন্য সোলার রেডিও ১৫টি ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দুর্যোগের সময় যাতে মানুষ নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসতে পারে তার জন্য আশ্রয় কেন্দ্রের কানেকটিং রাস্তাগুলিও মেরামত করা হয়েছে ২/৫০ কিলোমিটার। এছাড়া ও সাকোঁ ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। সভাটি সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্য পেশ করেন জনাব রাশিদা বেগম, আঞ্চলিক টিম লিডার, কোস্ট ফাউন্ডেশন, ভোলা।
সভায় বক্তব্য প্রদান করেন মুজিবনগর ইউনিয়নের আবু তাহের এবং নজরুল নগর ইউনিয়নের নাজিম উদ্দিন, পৌরসভার নারীনেত্রী ও উপজেলা মহিলা দলের সভাপতি ইসমতারা, সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার, কামরুল ইসলাম। শিক্ষা অফিসার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার। প্রভাষক নজরুল ইসলাম।
সভার সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহি অফিসার রাসনা শারমিন মিথি কোস্টের কার্যক্রম এর খুবই প্রশংসা করে বলেন। এনজিও গুলো সরকারের সহযোগি এবং প্রান্তিক মানুষের চাহিদা ভিত্তিক কাজ করে থাকেন। তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা সুন্দর। দুর্যোগের পুর্বপ্রস্তুতি হিসেবে আরো অনেক কাজের প্রয়োজন যেমন রয়েছে তেমিন বাজেট এর দরকার। তাই পর্যায়ে ক্রমে সরকারি বেসরকারি ও স্বেচ্ছসেবক এবং রাজনৈতিক বিভিন্ন ভাবে আমরা চরফ্যাশনের মানুষের জীবন- মালের নিরাপত্তার জন্য কাজ করবো এবং আমরা অঙ্গিকারবদ্ধ । চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার উন্নতি ঘটাতে হবে। প্রচার-প্রচারণা বাড়াতে হবে। স্বেচ্ছাসেবকদের তালিকা করতে হবে। কোস্ট ফাউন্ডেশনের সাইক্লোন শেলটারের বিতরণকৃত মালামাল গুলো ইউনিয়ন দুর্যোগ কমিটির কাছে হস্তান্তর করা যায় কিনা? চর সমূহে কিছূ ভ্যান গাড়ি ক্রয় করা , যাতে সাইক্লোনের সময়ে বয়োবৃদ্ধ, গর্ভবতি ও অসুস্থ্য মানুষকে শেলটারে পৌছানো সহজ হয়। উপজেলা প্রশাসন মানুষের ঝুঁকি মোকাবেলায় সদা তৎপড়। কোস্ট ফাউন্ডেশনের এই ঝুঁকি রোধ প্রকল্প বাস্তবায়নে আমরা সাধুবাদ জানাচ্ছি ।
Recent Comments