ভোলা চরফ্যাশন মহাসড়কে বাস চলাচল বন্ধের আজ তৃতীয় দিন। গত রোববার বিকাল থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় ভোলা বাস মালিক সমিতিসহ সিএনজি চালকরাও। বাস না পেয়ে অধিক টাকা দিয়ে মাইক্রোবাসে করে চরফ্যাশন থেকে জেলা শহরে যাওয়া আসা করায় ভোগান্তিতে সাধারণ জনগন।
ভোলা ডাক্তার দেখাতে যাওয়া যাত্রী মো: মনির জানান, বাস বন্ধ থাকার কারণে অধিক ভাড়া দিয়ে মাইক্রোবাসে করে চলাচল করতে হচ্ছে।
শশীভূষণ থেকে ভোলা যাওয়া যাত্রী হাসান ও রফিক জানান, মাইক্রোবাসে ২৫০ টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাড়াতাড়ি এই সমস্যা সমাধান করা দরকার।
বাস ড্রাইভার আব্দুল খালেক জানান, ধর্মঘটের কারনে পরিবার চালাতে সমস্যা হচ্ছে। আমরা চাই সমাধান। যাতে করে সিএনজি চালক তাদের নিয়ম মতো চলে এবং বাস বাসের মতো চলবে।
বাস মালিক মিন্টু চন্দ্র দাস বলেন, বাসের স্টাফরা বাসের আয় দিয়ে সংসার চালাচ্ছে। বর্তমানে বাস বন্ধ থাকায় তাদের সংসার চলাতে সমস্যা হচ্ছে। বাসের স্টাফদের জন্য মালিক সমিতি থেকে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে।
বাস সমিতির সভাপতি রিয়াজ শিকদার বলেন, গত সপ্তাহের ঘটনায় ডিসি মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক সিএনজি চলাকদের সামনের সীটে বসতে পারবে না। সিএনজি চালক আর বাস চালকদের মধ্যে অনিয়ম নিয়ে ঝামেলার কারনে এই সমস্যার সৃষ্টি। আজ ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতি এবং সিএনজি চালক সমিতির মধ্যে সমস্যা সমাধান নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।