যৌন ও প্রজনন স্বাস্থ্যের যত্নে করনীয় বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রেডিও মেঘনার আয়োজনে এবং সিজেআরএফ প্রকল্পের সহযোগিতায় “যৌন ও প্রজনন স্বাস্থ্য রক্ষায় সচেতনতা দরকার” এই প্রতিপাদ্যে গত (৭ সেপ্টম্বর বরিবার) হাজারিগঞ্জ ৯নং ওয়ার্ডের হাজী নূর ইসলাম পাটোয়ারী বাড়ীতে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
রেডিও মেঘনার কর্মী ফাতেমার সার্বিক সহযোগিতায় উক্ত উঠান বৈঠক পরিচালনা করেন রেডিও মেঘনার সহকারী প্রোগ্রাম প্রডিউসার তাসপিয়া। এসময় উঠান বৈঠকে ৩০ জন নারী ও কিশোরী উপস্থিত ছিল।
আলোচনার শুরুতে নারী ও কিশোরীরা কিভাবে যৌন ও প্রজনন স্বাস্থ্যের যত্নে নিতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হয়। প্রজনন স্বাস্থ্যের যত্নে নিতে হবে কিশোরী বয়স থেকেই। এই জন্য উপস্থিত মেয়ে এবং মায়েরা কিভাবে সচেতন হতে পারে তা বলা হয়েছে।
এছাড়াও বর্ষা মৌসুমে সাপের উপদ্রব ও সাপে কাটলে করনীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Recent Comments