কিশোরী ও নারীদের অংশগ্রহণে মাদ্রাজ ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন সমস্যার কথা বলেন।
উঠান বৈঠকে নারীরা জানান, অনেক পরিবারের ঘরে এখনো পর্যাপ্ত সংখ্যক নিরাপদ টয়লেট নেই। বিশেষ করে মেয়েদের নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। বৃষ্টির সময় বা রাতে টয়লেট ব্যবহার আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্কুলপড়ুয়া কিশোরীরা জানান, বিদ্যালয়ে পরিষ্কার ও নিরাপদ টয়লেটের অভাবের কারণে অনেক সময় তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
আলোচনায় নিরাপদ স্যানিটেশন নিশ্চিত না হলে কি ধরণের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবিষয়ে জানানো হয়। পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার ব্যপারে উদ্বুদ্ধ করা হয়।
উঠান বৈঠক শেষে অংশগ্রহণকারীরা বলেন নিজেদের ঘরবাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও পরিচ্ছন্নতা বজায় রাখবেন।
Recent Comments