২২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় মনপুরা উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে, স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের (Cyclone Preparedness and Community Resilience Building (CPCRB) Project-II ) প্রকল্পের সমাপনী সভা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলা সহকারি পরিচালক রাশিদা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, আশরাফুল ইসলাম-উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী,উপ-প্রকৌশলী-এলজিডি, সাধারণ সম্পাদক, সীমান্ত হেলাল, মনপুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া, কলাতলী ও হাজীর হাট ইউনিয়নের প্রশাসকনিক কর্তকর্তা, ১০টি সাইক্লোন শেল্টার কাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীত শিক্ষক মন্ডলী, উপকারভোগী, সাংবাদিক ও জন প্রতিনিধিবৃন্দ।
উক্ত সমাপনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভোলা জেলা সহকারি পরিচালক রাশিদা বেগম। সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন, কোস্ট ফাউন্ডেশনের উর্ধ্বতন সমন্বয়কারী মোঃ ইউনুছ। তিনি বলেন, স্টার্ট নেটওয়ার্ক বাংলাদেশ সাধারনত দেশে দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থাগুলোর সাথে কাজ করছে। এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন কাজ সমূহ আগাম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যাতে করে ঘূর্ণিঝড় হবার আগেই ঝুকিপূর্ণ মানুষ নিরাপদে থাকতে পারে।
সভায় শিক্ষক প্রতিনিধিদের মধ্যে মিঃ সুমন দাস প্রধান শিক্ষক, এ আর খান প্রাঃ বিদ্যাঃ, হালিমা খাতুন প্রধান শিক্ষক, সোনার চর সঃ প্রাঃ বিদ্যাঃ, বিক্রম চন্দ্র দাস, প্রধান শিক্ষক, দঃ সাকুচিয়া সঃ প্রাঃ বিদ্যাঃ, আবদুল বারি, প্রধান শিক্ষক, ফৈয়েজ উদ্দিন মাঃ বিদ্যাঃ হাজীর হাট, মোঃ জামাল উদ্দিন প্রধান শিক্ষক, সাকুচিয়া মাঃ বিদ্যাঃ ও জন প্রতিনিধি জনাব মোঃ শাহাবুদ্দিন কলাতলী ও মোঃ জামাল উদ্দিন, হাজীর হাট ইউনিয়ন বলেন, কোস্ট ফাউন্ডেশন এ প্রকল্পে স¦চ্ছতা, জবাবদিহিতা বজায় রেখে স্থানীয় কমিউনিটির মতামতের ভিত্তিতে কাজগুলো সম্পন্ন করেছেন বিধায় কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার ,জনাব মোঃ ফললে রাব্বি বলেন, কোস্ট ফাউন্ডেশন এ প্রকল্প শুরু করার সময় উপজেলা প্রশাসনের সাথে ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের মতামত গ্রহণ করে কাজ শুরু করেন। এপ্রকল্প চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য নিবেদিতভাবে কাজ করছে। এতে করে চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ পরিবারের জীবনমান উন্নয়নের সহায়ক হচ্ছে। তিনি দুর্যোগকালীন সময় প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধি ও মানুষের ঘরবাড়ি উন্নত করার জন্য সুপারিশ করেন। তিনি বলেন, উপজেলা প্রশাসন এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।