শীত আসি আসি করছে। এর মধ্যে চরফ্যাশন বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। ফলে শীতের আগাম সবজিতে টানা কয়েক মাস স্থিতিশীল থাকায় কাঁচাবাজারে স্বস্তি নেমে এসেছে।
চরফ্যাশন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির মধ্যে কম-বেশি প্রায় সবই পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলছেন, শীতকালীন কিছু কিছু সবজি উঠায় দাম কিছুটা কম। শীতের ভরা মৌসুমে দাম আরও কমবে বলে আশা করছেন ক্রেতারা।
পাইকারি ও খুচরা ব্যবসায়ী মোঃ শামসুদ্দিন এবং আবদুর রশিদ শিকদার বলেন, দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আগাম মৌসুমে চাষ হওয়া শীতের সবজি বাজারে উঠতে শুরু করেছে। এতে দাম কিছুটা কমেছে এবং ক্রেতাদের ভিড়ও বাড়ছে।
প্রতি কেজি সিম (পাইকারি) ৭০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৪০ টাকায়, কাঁচা মরিচ ১৪০ টাকা, মিষ্টি কুমড়া (পাইকারি) ১৫ টাকা, টমেটো ১২০ টাকা ও ধনিয়া পাতা ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি পেঁপে প্রতি কেজি ২৫ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, ফুল কপি ৭০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা বিক্রি হতে দেখা গেছে।