আজ ঋতুর রাজা বসন্ত আর ভালোবাসার রঙে প্রকৃতি সেজেছে বাসন্তির সাজে। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসার দিবস আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে শেষ সময়ে ব্যস্ত চরফ্যাসনের ফুল চাষিও ব্যবসায়ীরা। মানে ভালো তাই এখানকার ফুলের চাহিদা বেশজুড়ে তাই ভালো লাভের প্রত্যাশায় ব্যবসায়ীরা।
বসন্তের দোলা লেগেছে বনে বনে ঋতুরাজকে স্বাগত জানাতে এত আয়োজন। এবার পহেলা ফাল্গুনেই লাগছে প্রকৃতির ভালোবাসার রং। উপজেলার চরফ্যাসন বাজারে শীতের শুরু থেকেই ওঠতে শুরু করেছে নানা রঙ্গের ফুল। বাসন্তিদের রাঙ্গাতে প্রস্তত হয়েই আছে ঝাড়বেড়া, গাদা,ডালিয়া গোলাপ সহ হরেক রকমের ফুল।
ফুলের সুর্ন্দযে চরফ্যাসন বাজারের ফুলের দোকানের কাছে ভিড় বেড়েছে ক্রেতাদের। কেউ কেউ সরাসরি কিনছে পছন্দের ফুল ও ফুলের গাছ। ক্রেতারা বলছে, বসন্ত বরেণ ফুলকে ভালোবেসেই কেনার আগ্রহ বেড়েছে দাম বেশি হলেও শখ পুরণে সন্তুষ্ট তারা।
পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস তো বটেই আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাতেও ফুলের ব্যাপক চাহিদা। মান ধরে রাখতে চরফ্যাসন ফুল চাষি ও ব্যবসায়ীদের ব্যস্ততাও কাটছে সময়।
ফুল ব্যবসায়ী নূর হোসেন ও চাষি মো: জসিম বলেন, চরফ্যাসনে প্রতিবছরই এ সময় ফুলের ব্যাপক চাহিদা থাকে কিন্তু এবার করোনা মহামারির জন্য ফুলের দাম বেশি হলেও তাই ক্রেতাদের চাহিদা মেটাতে, ঝাড়বেড়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাদা, রজনীগন্ধাসহ নানা রকমের ফুল এনে থাকে বাজারে। এছাড়া বেশ ভালো লাভবানও হয়ে থাকে পহেলা ফাল্গুনে।

প্রতিবেদনে সুরভী ও অধরা
রেডিও মেঘনা, চরফ্যাসন।