দীর্ঘদিন ধরে করোনার সাথে লড়াই করছে পুরো পৃথিবী। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের হার কিছুটা কম। কিন্তু এর মানে এই নয় যে, করোনা ভাইরাস চলে গেছে বা আক্রন্ত হওয়ার কোন সম্ববনা নেই। কোভিড-১৯ সংক্রামনের হার যে কোন সময় বাড়তে পারে। স্বাস্থ্যবিধি মেনে চললে ও টিকা নিলে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও টিকা গ্রহণে উদ্ধকরণের উদেশ্য চরফ্যাশন চর নিউটন বাড়ির উঠানে, এক উঠান বৈঠক হয়। উঠান বৈঠকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষিত থাকতে তিনটি ডোজ টিকা নিশ্চিত করণ, সামাজিক দুরুত্ব বজায় রাখা, মাস্ক পরিধান, সাবান পানি দিয়ে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গৃহিনীদের সাথে আলোচনার পর তারা বলেন, টিকা নিয়ে আমাদের মনে নানা রকম ভয় ছিল। তবে আজকের এই আলেঅচনা শুনে অনেকেইর সেই ভয় কেটে গেছে। তাই যত দূত সম্ভব তারা সবাই করোনার টিকা গ্রহন করবেন।
উঠান বৈঠকের সঞ্চালনা করেন রেডিও মেঘনার কর্মী লাবনী হোসেন এবং সার্বিক সহযোগীতা করেন তাসপিয়।
বাস্তবায়নে দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও রেডিও মেঘনা, সহযোগিতায় ইউনিসেফ।
উঠান বৈঠক সম্পন্ন হয় ১২-০৬-২০২২ তারিখে।