গলাফুলা একটি তীব্র প্রকৃতির রোগ যা গরু এবং মহিষকে আক্রান্ত করে। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এ রোগে মৃত্যুর হার খুবই বেশি। বর্ষাকালে গলাফুলা রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। পশুর শরীরে স্বাভাবিক অবস্থায় এ রোগের জীবাণু বিদ্যমান থাকে। কোনো কারণে যদি পশু ধকল যায় যেমন ঠান্ডা, অধিক গরম, ভ্রমণজনিত দুর্বলতা ইত্যাদির সম্মুখীন হয় তখনই এ রোগ বেশি দেখা দেয়। এ ছাড়াও রয়েছে পিপিআর রোগ এটি ছাগলের জন্য একটি জীবনঘাতী রোগ। পিপিআর নামক ভাইরাসের কারণে মূলত এ রোগ হয়ে থাকে। পিপিআর রোগ হলে অসুস্থ প্রাণীর জ্বর, মুখে ঘা, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট দেখা যায়। অনেক সময় অসুস্থ প্রাণীটি মারাও যেতে পারে। পিপিআর রোগ মূলত (পিপিআর) নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে। সাক্ষাৎকারমূলক আলোচনা অনুষ্ঠানে যন্তে মিলুক সফলতা ধারাবাহিক আয়োজনে এ সপ্তাহে রয়েছে ৩য় পর্ব। আজকের আলোচনায় দুটি বিষয় ছিল গরু,মহিষের গলাফুলা রোগ এবং ছাগল ও ভেড়ার পিপিআর রোগ। আয়োজনে আলোচনা করার জন্য যুক্ত ছিলেন চরফ্যাশন উপজেলা প্রানি সম্পদ দপ্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডক্তার মো: রহমত উল্লাহ ।
হাস মুরগী গবাদি পশুর যত্ন ও করণীয় বিষয়ক সাক্ষাৎকার মূলক পাক্ষিক আয়োজন ”যত্নে মিলুক সফলতা” অনুষ্ঠানটি প্রচারিত হয়ে প্রতি মাসে ১ম ও ৩য় সম্পাহে।
Recent Comments